কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়াকে ইউনিয়ন ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (০১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে দাশিয়ারছড়া থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় দাশিয়ারছড়াবাসীর পক্ষ থেকে ইউএনও নাসির মাহমুদ মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
বিলুপ্ত ছিটমহল বিনিময় আন্দোলনের সাবেক নেতা গোলাম মোস্তফা বলেন, প্রধানমন্ত্রী সব কিছুই দিয়েছেন। কিন্তু ১৫ অক্টোবর দাশিয়ারছড়াকে একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন ঘোষণার কথা থাকলেও তা করা হয়নি কেন- তা আমরা বুঝতে পারছি না।
তিনি আরো বলেন, এতে আমরা হতাশ হয়েছি। তাই দাশিয়ারছড়ার বাসিন্দাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে তিনি যেন ইউনিয়ন ঘোষণা দিয়ে তাদের দাবি পূরণ করেন।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
এমজেড