ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বিজিবির কার্যক্রমকে আরো গতিশীল করতেই নতুন ব্যাটালিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
বিজিবির কার্যক্রমকে আরো গতিশীল করতেই নতুন ব্যাটালিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম, পিএসসি, জি বলেছেন বাংলাদেশ সীমান্তে বিজিবির কার্যক্রমকে আরো গতিশীল করার জন্যই বিজিবি ব্যাটালিয়নের সম্প্রসাণ করা হচ্ছে। এ কারণেই ৫৮ বিজিবি ব্যাটালিয়নের যাত্রা শুরু করা হলো।



রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে নতুন ৫৮-বিজিবি ব্যাটালিয়নের পতাকা উত্তোলনের অনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
মহাপরিচালক বলেন, এই ব্যাটালিয়নের কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে ভারতের বিএসএফের সঙ্গে তারতম্য কিছুটা হলেও কমে আসবে। ভারতের প্রতি ৪-৫ কিলোমিটারের মধ্যে এক একটি বিএসএফ ক্যাম্প। আর বাংলাদেশে সেটা ২০-২৫ কিলোমিটারের বেশি দূরে হওয়ায় সীমান্ত নিয়ন্ত্রণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে সেটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তবর্তী এলাকার সড়ক যোগাযোগ উন্নত করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। ফলে অচিরেই সীমান্তে সড়ক যোগাযোগ উন্নত হবে এবং সীমান্তে বিজিবির কার্মকাণ্ড আরো গতিশীলতা পাবে।

তিনি বলেন, চুয়াডাঙ্গায় বর্ডার হাট স্থাপনের কাজ চলছে। দু’দেশের অবস্থানের সমন্বয় ঘটলে এ জেলায় বর্ডার হাট চালু হয়ে যাবে। এছাড়া আলোকিত সীমান্ত প্রকল্পের কাজের ক্ষেত্রে কিছুটা জটিলতা থাকায় চুয়াডাঙ্গায় এটার কার্যক্রম শুরু হতে দেরি হচ্ছে।

তিনি আরো বলেন, ১ নভেম্বর’২০১৫ থেকে নারী বিজিবি সদস্য নেওয়ার কাজ শুরু হয়েছে। প্রথম ৫০ জন নারী বিজিবি সদস্যের জন্য ৮ হাজার আবেদন পত্র জমা পড়েছে। এতে বোঝা যাচ্ছে নারীরাও সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত হতে ইচ্ছুক। নারী বিজিবি সদস্য নিয়োগের মাধ্যমে এদেশে একটি পূর্ণাঙ্গ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কার্যক্রম অব্যাহত থাকবে।

মহাপরিচালক বলেন, ভারতের সদিচ্ছার কারণে সেদেশ থেকে অবৈধ ফেনসিডিল ও মাদকের পাচার কমে আসছে। তারাও চাচ্ছে এটা নিয়ন্ত্রণ হোক। বিজিবি এ বছর নতুন ৪টি রিজিওন, ৪টি সেক্টর ও ১১টি ইউনিট চালু করতে যাচ্ছে। বিজিবি দেশের প্রত্যেকটি কাজে সংপৃক্ত থেকে দেশকে এগিয়ে নেওয়ার কাজে নিয়জিত থাকতে চায়।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল এসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল হ্লা.মং, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জুসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।