বরিশাল: বরিশাল মহানগরে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরের রুপাতলী এলাকার ভূঁইয়া সড়কের একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভূঁইয়া সড়কের মৃত সুলতান মাস্টারের বাড়ির ভাড়াটিয়া ইউনুস চৌকিদারের রান্নার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ভাড়াটিয়া মনির ও মালিকের ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাড়ির মূল্যবান মালামাল পুড়ে যায়।
বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, ভাড়াটিয়া ইউনুস চৌকিদারের রান্নার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তবে, ভাড়াটিয়া মনির বলেন, ইউনুস চৌকিদারের ঘরে শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এএটি/এমজেড