মাদারীপুর: মাদারীপুরের অজ্ঞাত-পরিচয় যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ডাসার থানাধীন ধুলগ্রাম ইটভাটার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিকেলে ডাসার থানাধীন ধুলগ্রাম ইটভাটার পাশে এক যুবকের মস্তকবিহীন মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে দু’একদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
এমজেড