ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
বগুড়ায় দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলার বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৠাব।

সোমবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ৩টায়  র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



আটকরা হলেন- শহরের বাদুরতলা এলাকার মৃত ইয়াছিনের স্ত্রী বেদেনা ওরফে এজিদা পাগলী (৬০), একই এলাকার সুজান আলীর স্ত্রী সুমি আক্তার ও শহরের নিশিন্দারা এলাকার হান্নান আলীর ছেলে রুহুল আমিন (৩৪)।

আটকদের কাছ থেকে প্রায় দেড় কেটি গাঁজা, ৯ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইলফোন ও নগদ ৮৯০ টাকা উদ্ধার করা হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বগুড়া সদর থানায় তাদের মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আটকদের মধ্যে সুমি আক্তারের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমবিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।