ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দীপন হত্যা

চুয়াডাঙ্গায় বই ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
চুয়াডাঙ্গায় বই ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট

চুয়াডাঙ্গা: ঢাকায় প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর টুটুলসহ ৩ জনকে হত্যাচেষ্টার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় সব বইয়ের দোকান (লাইব্রেরি) আধাবেলা বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে জেলা পুস্তক ব্যবসায়ী সমিতি।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে এ ধর্মঘট পালন করা হয়।



ফলে বই কিনতে আসা শিক্ষর্থীসহ তাদের অভিভাবকদের বিড়ম্বনায় পড়তে হয়।

চুয়াডাঙ্গা বড় বাজারের পুস্তক ব্যবসায়ী মোহাম্মদীয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মাসুদুর রহমান উজ্জল বলেন, পাঠক ও ক্রেতাদের হয়রানি হলেও আমাদের কিছু কারার নেই। কারণ, প্রাকশকদের নিয়েই আমাদের এই ব্যবসা। তাদের ওপর হামলা মানেই আমাদের ওপর হামলা।

চুয়াডাঙ্গা জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, জঙ্গি গোষ্ঠীর এ তৎপরতার প্রতিবাদ জানাতে ও অবিলম্বে প্রকাশক দীপন হত্যার সঙ্গে জড়িত এবং টুটুলের ওপর হামলাকারীদের গ্রেফতার না করতে পারলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর কর্মসূচি পালন করবে এখানকার লাইব্রেরি মালিক, কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।