ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দীপন হত্যার প্রতিবাদে নড়াইলে অবস্থান ধর্মঘট-স্মারকলিপি পেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
দীপন হত্যার প্রতিবাদে নড়াইলে অবস্থান ধর্মঘট-স্মারকলিপি পেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা ও শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনের ওপর হামলার প্রতিবাদে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি তাদের দোকান বন্ধ রেখে শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জ বাজারে এ অবস্থান ধর্মঘট পালন করে।



পরে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রায়হান কাওছারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

এ সময় নড়াইল পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সুবোধ রায়, সাধারণ সম্পাদক সুব্রত ঘোষ সন্তু সহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।