ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ৪ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
পাবনায় ৪ মাদকসেবীর কারাদণ্ড ছবি: প্রতীকী

পাবনা: পাবনায় মাদকদ্রব্য সেবন করার দায়ে চার যুবককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক হাজার পাঁচশ’ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।



সোমবার (০২ নভেম্বর) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোলায়মান আলী এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনা পৌর এলাকার শালগাড়ীয়া এলাকার আক্কাছ আলীর ছেলে আসাদ (২৮), যুগিপাড়া এলাকার আবদুল হাইয়ের ছেলে আলমগীর হোসেন (৩১), শিবরামপুর মুজাহিদ ক্লাবের আনোয়ার হোসেনের ছেলে আবুল হাশেম (৩০) ও সদর উপজেলার বলরামপুর গ্রামের আবদুর রহমানের ছেলে মানিক হোসেন (৪২)।

পাবনা মাদকদ্রব্য অধিদফতরের পরিদর্শক খবির আহমেদ বাংলানিউজকে জানান, শহরের রূপকথা রোডের শহীদ আমিন উদ্দিন আইন কলেজের পরিত্যক্ত ভবনের ভেতর চার যুবক মাদক সেবন করছেন, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাদের এক হাজার পাঁচশ’ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এরপর তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।