মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ‘এমএনএস ফিসিং নেট’ নামে একটি কারখানায় অভিযান চালিয়ে ২ কোটি বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (২ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার মিরকাদিম পৌরসভার গোপালনগরের বাঁশতলা এলাকার ওই কারখানাটিতে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ওই কারখানা থেকে কাঁচামাল তৈরির ৭টি ও কারেন্ট জাল তৈরির ১১টি মেশিনসহ বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়।
এছাড়া, কারখানার কর্মচারী জুয়েল হোসেন (৩৩), দুলাল মিয়া (৪২), ইরফান কাজী (২২) ও আতিকুল ইসলামকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন বাংলানিউজকে বলেন, কারখানাটিতে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কারেন্ট জাল তৈরি করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সোমবার দুপুর ২টার দিকে কারখানাটিতে অভিযান চালানো হয়। এ সময় কাঁচামালসহ ২ কোটি বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযানকালে জাল তৈরির কাঁচামাল ও মেশিন জব্দসহ নিষিদ্ধ কারেন্ট জাল উৎপাদনের দায়ে কারখানাটির চার কর্মচারীকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়।
পরে, জব্দ করা কারেন্ট জাল শহরের নয়াগাঁও এলাকার ধলেশ্বরী নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
র্যাব-১১ এর কমান্ডার শিবলি সাদিক ২ কোটি বর্গমিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
এমজেড