ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

তাকলাগানো অর্থনৈতিক অগ্রগতিতে ডাচ রানির প্রশংসা

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
তাকলাগানো অর্থনৈতিক অগ্রগতিতে ডাচ রানির প্রশংসা

নেদারল্যান্ডসের হেগ থেকে: অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের তাকলাগানো অগ্রগতির উচ্ছসিত প্রশংসা করেছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা।
 
বুধবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় নেদারল্যান্ডসের রয়েল প্যালেসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে এ অভিব্যক্তি প্রকাশ করেন রানি।


 
আন্তরিক পরিবেশে দুই জনের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
 
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
 
অর্থনীতিতে বাংলাদেশের ঈর্ষণীয় অগ্রগতির প্রশংসা করে কিভাবে অর্থনীতিতে বাংলাদেশের এ অগ্রগতি সম্ভব হয়েছে তা জানতে চান ডাচ রানি।
 
জবাবে প্রধানমন্ত্রী অগ্রগতির কৃতিত্ব দেশের মানুষকে দেন। মানুষের উদ্যোম ও কঠোর পরিশ্রমের ফলে এটা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন।
 
জাতিসংঘ মহাসচিব এর ‘ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট’ বিষয়ক উপদেষ্টা রানি ম্যাক্মিমা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, বাংলাদেশের ওপর ভিত্তি করে দারিদ্র হ্রাসে সার্বজনিন অর্থায়নে বৈশ্বিক পর্যায়ে একটি কৌশলপত্র তৈরি করতে যাচ্ছেন।
 
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নেদার‌ল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বেলাল।

** বাংলাদেশ-নেদারল্যান্ডস ৪ দলিল সই
** আরো ডাচ বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
** ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সহযোগিতা করবে নেদারল্যান্ডস
 
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর, ২০১৫
এমইউএম/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।