নীলফামারী: নীলফামারী উত্তরা ইপিজেডের ভ্যানচুরা কারখানার এক নারী (১৮) শ্রমিককে গণধর্ষণের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভম্বের) দুপুরে সদর থানায় ওই নারী বাদী হয়ে চারজনকে আসামি করে একটি গণধর্ষণের মামলা দায়ের করেন।
ওই নারী বাংলানিউজকে জানান, বুধবার (১১ নভম্বের) রাতে কারখানা ছুটি হলে অন্য এক কারখানার শ্রমিক বন্ধুর সঙ্গে তিনি বাসায় ফিরছিলেন। এ সময় তার বাসার অদূরে অচেনা দুই ব্যক্তি তাদের পথ রোধ করে তার বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে পাশের এক বাশবাগানে নিয়ে ওই ব্যক্তিসহ আরও দু’জন পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে।
এক পর্যায়ে ধর্ষকরা পালিয়ে গেলে ধর্ষিতা নারীর কান্না শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
ওই নারীর বাড়ি জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের আরাজি শিমুলবাড়ি গ্রামে। প্রায় তিন মাস আগে তিনি উত্তরা ইপিজেডের ভ্যানচুরা কারখানায় শ্রমিকের কাজ নেন। কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাবুর হাট এলাকায় এক বাড়িতে তিনি ভাড়া বাসায় থাকতেন।
বাংলাদশে সময়: ১০১৫ ঘণ্টা, নভম্বের ১২, ২০১৫
টিআই