কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের তালিকাভুক্ত মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় শাহপরীরদ্বীপ বাজারপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, রহিম উল্লাহ (৪০) ও আব্দুস সালাম (৩৫)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) কবির আহমেদ বাংলানিউজকেব জানান, আটকদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসএইচ