ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে বিদেশি সিগারেটসহ পাকিস্তানি নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
শাহজালালে বিদেশি সিগারেটসহ পাকিস্তানি নাগরিক আটক

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে ৭৫ হাজার ৬শ স্টিক বিদেশি সিগারেটসহ মোহাম্মদ কামরুদ্দীন ফরিদী নামে এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে বিমানবন্দর কাস্টমসের শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কাস্টমসের শুল্ক ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।



তিনি বলেন, বেলা ১০টা ৪০ মিনিটে পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা দুবাই এয়ারলাইন্সের এফজেড-৩৩৬ ফ্লাইট অবতরণ করে। ওই বিমানের যাত্রী কামরুদ্দিন ফরিদী পাকিস্তানি নাগরিক। তিনি অবৈধভাবে ‘ইজ’ ব্র্যান্ডের সিগারেট নিয়ে বিমানবন্দর ত্যাগ করার চেষ্টা করছিলেন। পরে তাকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ৭৫ হাজার ৬শ স্টিক সিগারেট আটক করা হয়।

তিনি আরও জানান, সিগারেটগুলো দু’টি কার্টনে ভর্তি করা ছিলো। যখন তিনি সিগারেটের কার্টন নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন, তখনই কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন।

প্রাথমিকভাবে আটক পাকিস্তানি নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এনএইচএফ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।