ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ফেনসিডিলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
মাধবপুরে ফেনসিডিলসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভবানীপুর এলাকা থেকে ৩৯৭ বোতল ফেনসিডিল, সাড়ে তিন কেজি গাঁজা ও একটি মাইক্রোবাসসহ সাহাব উদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটক সাহাব উদ্দিন মাধবপুর উপজেলার ধর্মঘর গ্রামের ইয়াছিন খাঁনের ছেলে।

তিনি ওই মাইক্রোবাসের চালক।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মাধবপুর-হরষপুর আঞ্চলিক সড়কের ভবানীপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি মনতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজবাউর রহমানসহ বিজিবি জোয়ানরা ভবানীপুর এলাকায় মাধবপুরগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। এ সময় চালক সাহাব উদ্দিন ছাড়া মাইক্রোবাসে থাকা অন্যান্যরা পালিয়ে যায়।

পরে বিজিবি মাইক্রোবাসটি থেকে৩৯৭ বোতল ফেনসিডিল ও সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করে। এসময় চালক সাহাব উদ্দিনকেও আটক করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও মাইক্রোবাসের সরকারি মূল্য ধরা হয়েছে ১৬ লাখ একাত্তর হাজার পঞ্চাশ টাকা।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।