ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হাসান আজিজুল হককে হুমকি

প্রগতি লেখক সংঘের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
প্রগতি লেখক সংঘের নিন্দা ও প্রতিবাদ

ঢাকা: কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ।

একইসঙ্গে সব লেখক বুদ্ধিজীবীদের হত্যার হুমকি দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা ও দীপনসহ লেখক, প্রকাশক হত্যার দ্রুত বিচার দাবি করা হয়।



সোমবার (১৬ নভেম্বর) সংগঠনের কার্যকরী সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু এবং সাধারণ সম্পাদক নাট্যকার রতন সিদ্দিকী এক বিবৃতিতে বলেন, যারা মুক্তচিন্তার বিকাশকে বাধাগ্রস্ত করতে চায়, তারাই একে একে প্রগতিশীল লেখকদের ওপর হামলা করছে।

এর ধারাবাহিকতায় কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে মনে করে সংগঠনটি।

সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সরকার একদিকে ৫৭ ধারার মাধ্যমে লেখকদের লেখনীর উপর নানা রকমের বিধি-নিষেধ আরোপ করেছে, অন্যদিকে হত্যকারীরা নির্বিঘ্নে অপরাধ করে পার পেয়ে যাচ্ছে।

তারা উল্লেখ করেন, প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা ও আহমেদুর রশীদ টুটুল, রণদীপম বসু ও তারেক রহিমের হত্যাচেষ্টার সঙ্গে সম্পৃক্তদের এখনো গ্রেফতার করতে সক্ষম হয়নি সরকার।

এই অপশক্তি দমনে সরকার ব্যর্থ হলে বাংলাদেশের অস্তিত্ব ও মুক্তিযুদ্ধের অর্জন হুমকির মুখে পড়বে বলে বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া প্রগতিশীল লেখক, বুদ্ধিজীবি, সাংস্কৃতিক কর্মীসহ সব শ্রেণী- পেশার মানুষকে মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।