ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

সাভার (ঢাকা): নাশকতার মামলায় সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) থানা পুলিশের পক্ষ থেকে বাংলানিউজকে বিষয়টি জানানো হয়।



পুলিশ জানায়, দেশের স্বাভাবিক অবস্থা অস্থিতিশীল করতে সারাদেশের মতো সাভার আশুলিয়া ও ধামরাইয়ের বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করেছে। তাদের এই নাশকতা ঠেকাতে রোববার রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে ৭ জন ও সাভারে ৪ জন এবং ধামরাইয়ে ৩ জনসহ মোট ১৪ বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কয়েকজনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হকের সঙ্গে কথা বলে বিষয়টি জানা যায়।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।