ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে বিজিবি মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পিরোজপুরে বিজিবি মোতায়েন

পিরোজপুর: নাশকতা রোধে পিরোজপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল থেকে র‌্যাব ও পুলিশের যৌথবাহিনীর সঙ্গে বিজিবি সদস্যরা পিরোজপুর সদর ও জিয়ানগর উপজেলায় অভিযান শুরু করে।



পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু আশরাফ বিজিবি মোতায়েনের বিষয়টি জানিয়েছেন।

এদিকে, অভিযানে পিরোজপুর সদর থেকে জালাল নামে জামায়াতের এক কর্মীকে ও জিয়ানগর থেকে একজনকে আটক করেছে যৌথবাহিনী।

এরআগে সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে ৩৭ জনকে আটক করা হয় বলে জানান পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।