ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

৩০ জুনের মধ্যে ঢাকা-ময়মনসিংহ চারলেনের কাজ শেষ হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
৩০ জুনের মধ্যে ঢাকা-ময়মনসিংহ চারলেনের কাজ শেষ হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: আগামী বছর ৩০ জুনের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চারলেন প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. একাব্বর হোসেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে মহাসড়কের দীঘারকান্দা বাইপাস মোড় এলাকায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।



তিনি বলেন, ৮৭ কিলোমিটার দীর্ঘ এ মহাসড়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির একটি প্রকল্প। এ প্রকল্পের অধীনে ইতোমধ্যে ৭৬ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

বাকি সাড়ে ১০ কিলোমিটার সড়কের দুইলেনের কাজ শেষ হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে বাকি অংশের কাজও শেষ হবে জানান একাব্বর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মিসেস লুৎফুন্নেছা এমপি, রেজোয়ান আহমেদ তৌফিক, পঞ্চগড়-১ আসনের এমপি নাজমুল হক প্রধান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদ হাসান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চারলেন প্রকল্পের পরিচালক (পিডি) হাফিজুর রহমান, অতিরিক্ত প্রকল্প পরিচালক (এপিডি) শামসুল হক, ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবুদ্দিন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হক, নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন, প্রজেক্ট ম্যানেজার আবু সাঈদ মো. নাজমুল হুদা, উপ-বিভাগীয় প্রকৌশলী শামীম আরা পারভীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
ওএইচ/আইএ

** ’ময়মনসিংহে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।