যশোর: যশোরে ৭ হাজার পিস ইয়াবাসহ ডালিম শেখ (৩২) নামে পিকআপ ভ্যানের এক চালককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর হুসাইন রইসুল আজম মনি সন্ধ্যায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় (যশোর ন-১১-০৬৬৯) নম্বরধারী একটি পিকআপ ভ্যান গতিরোধ করে র্যাব। এ সময় গাড়ির পিছনের বডির নিচ থেকে ৩৫টি পলিথিনের প্যাকেটে মোড়ানো সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পিকআপটি জব্দ এবং চালক ডালিম শেখকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় র্যাব বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় সাত লাখ টাকা।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পিসি/