ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ২ ওষুধ কারখানা সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
যশোরে ২ ওষুধ কারখানা সিলগালা

যশোর: যশোরে নকল হারবাল ওষুধ তৈরির অভিযোগে দুইটি কারখানা সিলগালা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এ অভিযান পরিচালনা করেন।



ভ্রাম্যমাণ আদালতের পেসকার বদিউজ্জামান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চাঁচড়া ডালমিল এলাকার ইন্ডিয়া হারবাল ও ন্যাচারাল হারবালের ভেজাল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ওষুধ তৈরির কোন ধরণের অনুমোদন না থাকলেও বোতলের গাঁয়ে বিদেশি কোম্পানির লেবেল লাগিয়ে প্রতারণার দায়ে কারখানা দুইটি সিলগালা করা হয়।

এদিকে, শহরের চাঁচড়া ডালমিল এলাকার বনরাজ হাকিমী ঔষধালয়ে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পেশকার বদিউজ্জামান আরো  জানান, ইন্ডিয়া ও ন্যাচারাল হারবালের মালিক পাপ্পু এবং বনরাজ হারবালের মালিক কথিত হাকিম জালাল আহম্মেদ দীর্ঘদিন পত্রিকায় ভুয়া বিজ্ঞাপন দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।