ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কারও কাছে মাথা বেচব না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
কারও কাছে মাথা বেচব না হাসান আজিজুল হক

রাজশাহী: দেশবরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন- ‘আমাকে অনেকে জিজ্ঞেস করে আমি হতাশাবাদী কি না; তাদের আমি বলি আমি হতাশাবাদী না, তবে আমি জেগে জেগে স্বপ্নও দেখি না। যেহেতু বাস্তবকে পরিবর্তন করা যায়, সেহেতু আমি আশাবাদী।

লেখক হয়েছি এ জন্যই যে, আমি কারও কাছে মাথা বেচব না। ’

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রাজশাহীতে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ
মন্তব্য করেন।

রাজশাহী ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির আয়োজনে মহানগরীর মিয়াপড়ায় অবস্থিত হোমিওপ্যাথিক কলেজের ঋত্বিক ঘটক মিলনায়তনে এ অনুষ্ঠানে ৫ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।

সভায় কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন- ‘এদেশে ৫ থেকে ৭ ভাগ লোক সব লুটেপুটে খাচ্ছে, মাঝখান থেকে কিছু লোক ঝুলে আছে যারা সুবিধাবাদী। সুবিধা নেওয়ার জন্য তারা বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছে। দেশের সবকিছু এত নিম্নগামী যে কোনো কিছুই আর ঠিক নেই। ’

তিনি আরও বলেন- ‘আমরা সযত্নে সংস্কৃতির চর্চা করছি, তেলমাখা সংস্কৃতি, এই সংস্কৃতি দিয়ে কী হবে? মানুষ কী এখন বেঁচে আছে, এখন মানুষ বেঁচে নেই,
আমরা যারা ঘুরে বেড়াচ্ছি সব মৃত মানুষ। বেঁচে থেকেই আমরা এখন মৃত। সত্যিকার অর্থে বেঁচে থাকলে দেশের এই অবস্থা হত না। মৌলবাদ-জঙ্গিবাদ ঘুরে
বেড়াতে পারত না। ’

হাসান আজিজুল হক উল্লেখ করে বলেন, ‘আমি তো লেখক হয়েছি একটিমাত্র কারণে আর তা হচ্ছে মাথা যাতে বিক্রি করতে না হয়। মাথা বিক্রি করব না বলেই লেখক হয়েছি। অর্থ উপার্জনের জন্য মাস্টারি নিয়েছি। আম‍ার লেখা বিভিন্ন বইয়ে, গল্প উপন্যাসে এই সমাজের গভীর ক্ষতকেই প্রত্যক্ষ করেছি। পূর্ব বাংলা, পশ্চিম বাংলা উভয় দেশেই দেখেছি সাধারণ মানুষের কী মর্মন্তুদ কান্না। ভেতরে ভেতরে কী ক্ষরণ ঘটছে তাদের সে কথাই তুলে এনেছি। ’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিশিষ্ট চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি প্রেমেন্দ্র
মজুমদার, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশে সেক্রেটারি বেলায়াত হোসেন মামুন, শিক্ষাবিদ ও কবি রুহুল আমিন প্রামাণিক, স্থানীয় দৈনিক
সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী ও দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মিল্লাত।

ঋত্বিক ঘটক সম্মাননাপ্রাপ্তরা হলেন, বিশিষ্ট অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সৈয়দ হাসান ইমাম, নাট্যজন ও চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ, প্রমাণ্যচিত্র নির্মাতা
মানজারে হাসীন মুরাদ, বিশিষ্ট অভিনেত্রী শর্মিলী আহমেদ ও বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক ড. তসিকুল ইসলাম রাজা।

অনুষ্ঠানে শর্মিলী আহমেদ ও হাসান ইমাম উপস্থিত না থাকায় তাদের পরিচিতজনের হাতে পদক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।