ঢাকা: রাজধানীর কামরাঙ্গির চর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২০ বছর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, এদিন রাত সাড়ে টার দিকে কামরাঙ্গির চর এলাকার কুড়ারঘাট ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল সংলগ্ন একটি ডোবার পাশ থেকে তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।
উদ্ধারকারী এলাকাবাসী জাহাঙ্গীর বলেন, তার মাথা ও গলায় আঘাত করা হয়েছে। এছাড়াও শরীরের কিছু জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিলো।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি জানান।
বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫/আপডেট: ২৩০২ ঘণ্টা
এজেডএস/এমআইকে/এসএস