ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ফিরোজা আমুর অষ্টম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
ঝালকাঠিতে ফিরোজা আমুর অষ্টম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ঝালকাঠি: ঝালকাঠিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর স্ত্রী ফিরোজা আমুর অষ্টম মৃত্যুবার্ষিকীতে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০১ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মন্ত্রীর ঝালকাঠির বাস ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, সহ-সভাপতি শামসুল হক আক্কাস, কৃষক লীগ সভাপতি আবদুল মান্নান রসূল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার ৩২ নম্বর ইউনিয়নের মসজিদে অনুরূপ কর্মসূচি এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এদিকে, গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের ফিরোজা আমু যুব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।