ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রকাশক দীপন হত্যার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
প্রকাশক দীপন হত্যার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাগৃতি প্রকাশনীর প্রকাশক-মালিক ফয়সাল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পাদদেশে ‘কবি-লেখক-চিন্তক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুনিদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, “সরকার আজ জনগণের নিরাপত্তা না দিয়ে সন্ত্রাসীদের নিরাপত্তা দিচ্ছে। তাই বারবার মুক্তমনা লেখকদের খুন হতে হচ্ছে। ”

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন-অর-রশিদের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক খালেদ হোসাইন, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক শরিফ উদ্দিন, অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক সুফী মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক সৈয়দ মঈনুল আলম নিজার ও হিমেল বরকত প্রমুখ।

এর আগে দীপন হত্যার প্রতিবাদ জানিয়ে মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট।

সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে অমর একুশের পাদদেশে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু বলেন, “একের পর এক মুক্তমনা চিন্তাশীল লেখকদের হত্যা করা হলেও প্রশাসন বরাবরই নির্বাক থেকে যাচ্ছে। সরকার ও বিরোধী দল একে অপরের ওপর দোষারোপ করতে ব্যস্ত, কিন্তু প্রকৃত খুনিরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। ”

এসময় বক্তারা অবিলম্বে দীপনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শনিবার রাজধানীর শাহবাগে কুপিয়ে হত্যা করা হয় জাগৃতি প্রকাশনীর প্রকাশক-মালিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের একমাত্র সন্তান ফয়সাল আরেফিন দীপনকে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
ওও/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।