ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁও শিল্প এলাকা

রাস্তা থেকে ট্রাক সরাতে হবে ৭ নভেম্বরের মধ্যে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
রাস্তা থেকে ট্রাক সরাতে হবে ৭ নভেম্বরের মধ্যে মেয়র আনিসুল হক / ফাইল ফটো

ঢাকা: আগামী ৭ নভেম্বরের মধ্যে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার রাস্তার ওপর সব ধরনের ট্রাক না রাখার আল্টিমেটাম দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। অন্যথায় ৮ নভেম্বর পুলিশ দিয়ে রাস্তা থেকে ট্রাক উচ্ছেদ করার কথাও জানিয়েছেন তিনি।


 
রোববার (০১ নভেম্বর) বিকেলে তেজগাঁও শিল্প এলাকায় ‘তেজগাঁও ট্রাক টার্মিনাল বাস্তবায়ন’ প্রসঙ্গে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
 
আনিসুল হক বলেন, তেজগাঁও এলাকায় ৫০০/৭০০ ট্রাকের কারণে সারা বছরই যানজট লেগে থাকে। তাই সময়ের দাবিতে যানজট নিরসনে রাস্তার ওপর আর কোনো ট্রাক রাখা চলবে না। রেলওয়ের একটি জায়গা রয়েছে। সেখানে যারা বিভিন্ন ঘর ও দোকানপাট করে অবৈধভাবে দখল করে রেখেছেন, তাদেরকে আহ্বান করছি, আপনারা ওই জায়গাটা ছেড়ে দেন। রাস্তার ট্রাকগুলো যেন সেখানে রাখা যায়। অবৈধ দখলদাররা তাদের স্থাপনা না সরালে উচ্ছেদ করা হবে।
 
সভায় রেলওয়ে মন্ত্রী মুজিবুল হক বলেন, বছরের পর বছর রেলওয়ের জায়গায় ট্রাক রাখা হচ্ছে, কিন্তু আমরা বাঁধা দেইনি। এখনও আপনারা ট্রাক রাখবেন। তবে সেই জায়গার আশেপাশে যারা দখল করে ঘর ও দোকানপাট করে রেখেছেন মেয়রের কথামতো আপনারা সরে যাবেন।

৭ নভেম্বর থেকে রাস্তায় যেন কোনো ট্রাক না থাকে সে ব্যবস্থাপনার জন্য ট্রাক মালিক, শ্রমিক, চালকসহ সবাই যেন মেয়রকে সহযোগিতা করেন সে আহ্বানও জানান রেলমন্ত্রী।
 
তিনি আরো বলেন, রেলওয়ের উন্নতির জন্য আমাদের ৪৮টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৫টি প্রকল্প চলমান। এসব প্রকল্পের মধ্যে রেলের থার্ডলাইন ও ফোর্থলাইন এবং এলিভেটেড এক্সপ্রেসসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে। তখন আজ যেখানে ট্রাক রাখা হচ্ছে সে জায়গাটাও রেলের জন্য প্রয়োজন হবে। এর আগে ট্রাকের স্থায়ী টার্মিনাল নির্মাণের জন্য সরকার জমি খুঁজছে।
 
বাংলাদেশ ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তোফাজ্জল হোসেন মজুমদার।
 
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
টিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।