রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে দু’টি হাতবোমা সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। রাজশাহীর র্যাব সদস্যরা বোমা রাখার ওই স্থানটি ঘিরে রেখেছেন।
সোমবার (০১ নভেম্বর) সকালে ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পৌঁছালে বোমা সদৃশ বস্তু দু’টি নিস্ক্রিয় করা হবে।
রাজশাহী র্যাবের এএসপি রেজি নুর জানান, রোববার (০১ নভেম্বর) দুপুরে বানেশ্বর কলেজের পেছনে আবুল খায়েরের কাঠমিলের পাশে একটি ব্যাগে করে বস্তু দু’টি ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেন।
বিকেলে থানা পুলিশ বস্তু দু’টি নিস্ক্রিয় করার জন্য রাজশাহী র্যাবকে জানায়। তবে বস্তু দু’টি বোমা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। তাই ঢাকার বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে তা পরীক্ষা এবং নিস্ক্রিয় করার জন্য। সোমবার সকালে ঢাকার দলটি এসে তা দেখবে। সে পর্যন্ত র্যাব সদস্যরা ওই স্থানটি ঘিরে রাখবেন।
তিনি আরো জানান, কাঠমিলের মালিক আবুল খায়েরকে কয়েকদিন ধরে একটি মোবাইলে হুমকি দেওয়া হচ্ছিল। জামায়াতের পরিচয় দিয়ে মোবাইলে হুমকিদাতা একটি মসজিদেও তাকে ডেকে নিয়েছিলেন। তবে মসজিদে গেলে হুমকিদাতা আর দেখা করেননি। ধারণা করা হচ্ছে, ওই হুমকিদাতা বোমা সদৃশ বস্তু দু’টি রেখেছেন।
তিনি জানান, হুমকিদাতার মোবাইল নম্বরের সূত্র ধরে তাকে খোঁজা হচ্ছে।
রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসএস/এএসআর