চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ৫৮৮ বোতল ফেনিসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি -৬) সদস্যরা।
রোববার (০১ নভেম্বর) ভোরে জেলার দামুড়হুদা উপজেলার জয়নগর ও বাড়াদি গ্রামের মাঠ থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক এসএম মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, বিজিবির একটি টহল দল ভোরে বাড়াদি গ্রামের মাঠে অভিযান চালালে চোরাকারবারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা উদ্ধার করে তার ভেতর থেকে ৫০৪ বোতল ফেনিসিডিল উদ্ধার করা হয়।
এছাড়া একই সময় বিজিবির অপর একটি টহল দল দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামের মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৪ বোতল ফেনিসিডিল উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এএটি/আরএ