ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ৫৮৮ বোতল ফেনিসিডিল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
চুয়াডাঙ্গায় ৫৮৮ বোতল ফেনিসিডিল উদ্ধার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে ৫৮৮ বোতল ফেনিসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি -৬) সদস্যরা।

রোববার (০১ নভেম্বর) ভোরে জেলার দামুড়হুদা উপজেলার জয়নগর ও বাড়াদি গ্রামের মাঠ থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।



চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক এসএম মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, বিজিবির একটি টহল দল ভোরে বাড়াদি গ্রামের মাঠে অভিযান চালালে চোরাকারবারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা উদ্ধার করে তার ভেতর থেকে ৫০৪ বোতল ফেনিসিডিল উদ্ধার করা হয়।

এছাড়া একই সময় বিজিবির অপর একটি টহল দল দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামের মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৪ বোতল ফেনিসিডিল উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।