ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ১২ বোতল হুইস্কি ও ৩০ লিটার বাংলা মদসহ মফিজুর রহমান (৩৯) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (০১ নভেম্বর) দুপুরে উপজেলার কৈয়রা গ্রামের সুজা মিয়া সড়ক থেকে তাকে আটক করা হয়।
তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারা গ্রামের মৃত পচা মিয়ার ছেলে।
ছাগলনাইয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার কৈয়রা গ্রামের সুজা মিয়া সড়ক এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ১২ বোতল হুইস্কি ও ৩০ লিটার বাংলা মদসহ মফিজুর রহমানকে আটক করা হয়।
এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর০১, ২০১৫
এএটি/আরএ