নওগাঁ: নওগাঁ জেলা কারাগারের হেফাজতে থাকা মোত্তালেব হোসেন (৩৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মোত্তালেব হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে।
নওগাঁ জেলা কারাগারের জেল সুপার মনির আহম্মেদ বাংলানিউজকে জানান, চলতি বছরের জানুয়ারিতে মোত্তালেব বদলগাছী থানা পুলিশের হাতে মাদকের মামলায় আটক হয়ে কারাগারে আসেন। কারাগারে আসার আগে থেকেই তিনি মাদকাসক্ত ছিলেন। তিনি আলসার, জন্ডিস, কিডনি রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
দুপুরে গুরুতর অসুস্থ হলে তাকে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে মারা যান তিনি।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মাহফুজার রহমান বাংলানিউজকে বলেন, দুপুরে মোত্তালেবকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলে জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
এমজেড