ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দীপন হত্যা

ফাঁসির দাবিতে পৈত্রিক বাড়ি পাকুন্দিয়ায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
ফাঁসির দাবিতে পৈত্রিক বাড়ি পাকুন্দিয়ায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: জাগৃতি প্রকাশনীর প্রকাশক-মালিক ফয়সাল আরেফিন দীপনের হত্যাকারীদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তার পৈতৃক বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এলাকাবাসী।
  
রোববার (০১ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন এলাকাবাসী।



এ সময় বক্তব্য রাখেন-পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রেনু, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আবদুল কুদ্দুছ, উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা সংসদের সভাপতি প্রভাষক চিত্তরঞ্জন বর্মন, হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন প্রমুখ।
 
বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীরা এভাবে একটার পর একটা মানুষ খুন করে দেশবাসীকে ভয় দেখিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচাতে চাইছে। তাই সরকারের কাছে আমাদের অনুরোধ দ্রুত সময়ে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার ও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক।

সোমবার (০২ নভেম্বর) পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ, মসজিদ-মন্দিরে দোয়া প্রার্থনা কর্মসূচি পালন করা হবে বলে বক্তারা জানান।

শনিবার বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটের জাগৃতি প্রকাশনা কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে।

নিহত ফয়সাল আরেফিন দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. আবুল কাসেম ফজলুল হক জেলার পাকুন্দিয়া উপজেলার সদরের মৌলভীপাড়ার সন্তান।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।