ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আহত ৬

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আহত ৬

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি দখল করাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় ছয়জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।



রোববার (০১ নভেম্বর) দুপুরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মিস্টার (৩০), আবদুস সাত্তার আকন্দ (৫৫), লফিজা বেগম (২৫), মোরশেদা (৩৫), র‍ুস্তম (৪০) ও সাইফুল (৪০)।

তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সুমন, সুজন, সজীব, আলমগীর, শাহীনের নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী ভেলাবাড়ী গ্রামে আবদুস সাত্তার আকন্দের জমি দখল করার জন্য হামলা চাল‍ায়। এ সময় তারা মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে ছয়জনকে আহত করে বাড়ির ভেতর আটক রাখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।