সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি দখল করাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় ছয়জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।
রোববার (০১ নভেম্বর) দুপুরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মিস্টার (৩০), আবদুস সাত্তার আকন্দ (৫৫), লফিজা বেগম (২৫), মোরশেদা (৩৫), রুস্তম (৪০) ও সাইফুল (৪০)।
তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সুমন, সুজন, সজীব, আলমগীর, শাহীনের নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী ভেলাবাড়ী গ্রামে আবদুস সাত্তার আকন্দের জমি দখল করার জন্য হামলা চালায়। এ সময় তারা মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে ছয়জনকে আহত করে বাড়ির ভেতর আটক রাখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এএটি/আরএ