ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে যুব দিবসের র‌্যালি-আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
ময়মনসিংহে যুব দিবসের র‌্যালি-আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

রোববার (০১ নভেম্বর) দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ চত্বর থেকে এ র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে সেখানেই শেষ হয়।



পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনানী বিশ্বাস।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূর মুহাম্মদ, সহকারী কমিশনার ভূমি আফরোজা আখতার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবি সিদ্দিক, মেয়র গোলাম কিবরিয়া, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, কৃষকলীগ সভাপতি উসমান গণি, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুজ্জামান, ছাত্রলীগ সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে যুবঋণের চেক বিতরণ ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।