ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে গণজাগরণ মঞ্চের মানববন্ধন-বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
বরিশালে গণজাগরণ মঞ্চের মানববন্ধন-বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: গণতান্ত্রিক মুক্তমনা জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যাসহ ৩ জনকে আহত করার প্রতিবাদে আসল অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের ব্যানারে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর সদর রোডে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



ছাত্রফ্রন্টের জেলা শাখা সভাপতি ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন-জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ.কে আজাদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল হক সুমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখা সভাপতি শারমিন জাহান পপি, গণজাগরণ মঞ্চের সংগঠক নারী নেত্রী নিগার সুলতানা হনুফা প্রমুখ।

বক্তরা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে তারপরও দেশে একের পর এক ব্লগার, লেখক, প্রকাশক খুন হচ্ছে। তাহলে দেশে মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর দরকার কী? খুনের ঘটনা ঘটার পর মন্ত্রীরা দায়সারা বক্তব্য দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে।

মানববন্ধন শেষে সদর রোড থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।