ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি আইনজীবী আনিসুর রহমান খানের ৮২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (০১ নভেম্বর) সকাল ১১টার দিকে তার বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা নাগরিক আন্দোলন নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা অ্যাডভোকেট আনিসুর রহমান খানকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি সবাইকে নিয়ে কেক কাটেন।
এ আইনজীবীর বর্ণাঢ্য জীবনের কথা তুলে ধরে জন্মবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট এএইচ এম খালেকুজ্জামান, অধ্যাপক আতিকুর রহমান, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, আব্দুর রব, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্ন, কাজী আজাদ জাহান শামীম, ড. সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, ফয়জুর রহমান ফয়েজ, ফেরদৌস আরা মাহমুদা হেলেন, মনিরা বেগম অনু, অধ্যাপক মফিজুন নূর খোকা, সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসএস