সিলেট: জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
রোববার (১ নভেম্বর) বিকেলে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিল বের করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, উগ্রবাদী গোষ্ঠীকে দমন করা না গেলে, এভাবেই একের পর এক হত্যার ঘটনা ঘটতে থাকবে। প্রগতিশীল ও মুক্তচিন্তার কোনো মানুষই তাদের হাত থেকে রেহাই পাবেন না। তাই সব শুভবুদ্ধির মানুষকে এ অপশক্তির বিরুদ্ধের সোচ্চার হতে হবে।
সমাবেশ থেকে এ যাবতকালে সংঘটিত সব লেখক-ব্লগার-প্রকাশক হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও জঙ্গিবাদী গোষ্ঠীকে সমূলে উৎপাটনের দাবি জানানো হয়।
গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, প্রবীন রাজনীতিবিদ বাদল কর, ডা. বিরেন্দ্র চন্দ্র দেব, কবি এ কে শেরাম, প্রগতিশীল রাজনীতিবিদ সাঈদুর রহমান সাঈদ, সুকেশ চন্দ্র দেব, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনির হেলাল, পরিবেশ কর্মী আব্দুল করিম কিম, কবি জফির সেতু, কবি মালেকুল হক, কবি আবিদ ফায়সাল, সংগঠক সমশের রাসেল, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক রতন দেব, প্রকাশক নাজমুল হক নাজু, সংগঠক সজলকান্তি দেব, বিমান তালুকদার, রাজনৈতিক কর্মী ইন্দ্রাণী সেন সম্পা, সংস্কৃতিকর্মী সুপ্রিয় দেব শান্ত, হিতাংশু কর বাবু, নগরনাট’র সভাপতি অরূপ দাশ, ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি সহিদুজ্জামান পাপলু, ছাত্রফ্রন্ট সিলেটের সভাপতি পাপ্পু চন্দ, ছাত্রমৈত্রী সিলেটের সভাপতি স্বপন দাশ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
এএএন/আরএম