বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে ১ হাজার ২২ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে বেনাপোল ইউনিয়নের কাগমারী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কাগমারী গ্রামের শওকত আলীর ছেলে শহিদুল ইসলাম (৪০) ও শাহিনের ছেলে সাগর (২৬)।
র্যাব জানায়, বেনাপোল সীমান্ত এলাকায় টহল দেওয়ার কাগমারী গ্রামে মাদকের কেনা-বেচা হচ্ছে -এমন সংবাদ পাওয়া যায়। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১ হাজার ২২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার কাওছার হোসেন বাংলানিউজকে বলেন, আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
এমজেড