দিনাজপুর: দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার সরকারপাড়া পেট্রোল পাম্প এলাকায় ট্রাক চাপায় জাহাঙ্গীর আলম (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন।
এ ঘটনার বিক্ষুব্ধ এলাকাবাসী দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক প্রায় পৌনে একঘণ্টা অবরোধ করে রাখে।
রোববার (০১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার শশরা ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তজির উদ্দিনের ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান (পিপিএম) দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি জানান, রাতে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি মাল বোঝাই ট্রাক সরকারপাড়া পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে পথচারী জাহাঙ্গীরকে চাপা দেয়। পরে স্থনীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
টিআই