সিলেট: সিলেট সদর উপজেলার যুগীরগাঁওয়ে সিগারেট কেনাকে কেন্দ্র সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রোববার (০২ অক্টোবর) সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় স্থানীয় রহমত আলীর দোকানে সিগারেট কিনতে গিয়ে এক টাকা বাকি রাখেন একই এলাকার মুসলিম আলী। এ নিয়ে উভয়ে তর্কে জড়ান।
এক পর্যায়ে দোকানি রহমত আলী লাঠি দিয়ে মুসলিম আলীর মাথায় আঘাত করেন। পরবর্তীতে তাদের পক্ষে স্বজনরা সংঘর্ষে জড়ালে, মুসলিম আলীর ভাই রুমেল আহমদ এবং রহমত আলী ও তার ভাই মোহাম্মদ আলীসহ পাঁচজন আহত হন।
আহতদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বলেন, সংঘর্ষের ঘটনার খবর পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এনইউ/এসএস