সাভার (ঢাকা): সাভার পৌর এলাকার একটি বাসায় গ্যাস লাইনের আগুনে পুড়ে রহিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (০২ নভেম্বর) ভোরে সাভার পৌর এলাকার মজিদপুরে মর্জিনা ভিলায় এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, দু’দিন আগে কিশোরগঞ্জ থেকে ছেলে জাহিদের ভাড়া বাড়িতে বেড়াতে আসেন রহিমা। সোমবার ভোরে মোমবাতি জ্বালিয়ে বাথরুমে ঢোকার সময় গ্যাস লাইনের লিকেজ থেকে বের হওয়া গ্যাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার সারা শরীর আগুনে ঝলসে যায়।
এসময় বাড়ির সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি নিহতের স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ০২,২০১৫
আরএইচএস/পিসি