গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ১ম ব্যাচের র্যাগ উৎসব উপলক্ষে ক্যাম্পাস মাতাতে আসছেন শিরোনামহীন ব্যান্ড।
দুই দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিরোনামহীন ব্যান্ডের কনসার্টটি অনুষ্ঠিত হবে।
উৎসবের প্রথমদিন বুধবার (১১ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ থাকছে ১ম ব্যাচের শিক্ষার্থী ও সাদাকালো মিউজিক ক্লাব, রংধনু সাংস্কৃতিক ক্লাবসহ বেশ কিছু সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) গোপালগঞ্জের স্থানীয় শিল্পীদের আয়োজনে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। এরপরই হবে র্যাগ উৎসবের প্রধান আকর্ষণ শিরোনামহীনের কনসার্ট।
র্যাগ উৎসব কমিটির দায়িত্বে থাকা অ্যানালাইটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বিভাগের আবুল কাশেম রনি বাংলানিউজকে বলেন, ‘অনেক সমস্যা অতিক্রম করে বর্তমানে আমরা র্যাগ উৎসব আয়োজনের একটি পর্যায়ে চলে এসেছি। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করা যাচ্ছে, যথাসময়ে সুন্দরভাবে উৎসব শেষ করতে পারবো।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএইচএস/পিসি