রাজবাড়ী: জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারী এবং বাংলাদেশ পুস্তক সমিতির শাহবাগ থানার সভাপতি ফয়সাল আরেফিন দীপনকে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মৌন মিছিল করেছেন জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
সোমবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে মানবনবন্ধন করা হয়।
এতে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াজিউল্লা মন্টু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, অতিরিক্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী টিটু, সদস্য মো. মোশারফ হোসেন প্রমুখ।
পরে মৌন মিছিলসহ জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআর