ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় পুস্তক ব্যবসায়ীদের ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
পাবনায় পুস্তক ব্যবসায়ীদের ধর্মঘট

পাবনা: জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপন হত্যা এবং প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, সুদীপ কুমার রণদীপন ও তারেক রহিমের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পাবনায় পুস্তক ব্যবসায়ী সমিতির ধর্মঘট পালিত হচ্ছে।

সোমবার (০২ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।



পাবনা জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি ও পাবনার দিশারী বই বিতানের মালিক আব্দুল মজিদ বিশ্বাস বাংলানিউজকে জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই তারা পাবনাতে এ ধর্মঘট পালন করছেন।

ধর্মঘট থেকে অবিলম্বে প্রকাশক, লেখক ও মুক্তমনা মানুষদের হত্যার তীব্র প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসএস



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।