সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জের ধামোধরতপি এলাকায় হিউম্যান হলারের (লেগুনা) চাপায় লিটন মিয়া (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।
সোমবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন জেলার ছাতক উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের মাহমদপুর গ্রামের মৃত তখলুছ মিয়ার ছেলে।
আহতদের কৈতক উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সকালে ধামোধরতপি এলাকায় যাত্রীবাহী একটি লেগুনা পথচারী লিটনকে চাপা দিলে ঘটনাস্থেলই তার মৃত্যু হয়। এসময় আহত হন লেগুনার দুই যাত্রী। লেগুনাটি সুনামগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল।
দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআই