বরিশাল: বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়ায় বাসের ধাক্কায় হাকিম খান(৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
হাকিম খান বাকেরগঞ্জ উপজেলাল রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
সোমবার( ০২ নভেম্বর) সকাল ১০টায় বোয়ালিয়ার তালুকদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ভ্যানযোগে হাকিম খান বোয়ালিয়া থেকে বাকেরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বরিশাল থেকে কাঠালতলীগামী সেকান্দার পরিবহনের একটি বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাকিম খান মারা যান এবং আহত হন ভ্যানচালক।
মৃতদেহ উদ্ধার ও বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসি।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
পিসি