ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ২ পাহারাদার হত্যা মামলায় আসামি ১৪৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
সিলেটে ২ পাহারাদার হত্যা মামলায় আসামি ১৪৭

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে জলমহাল দখল কেন্দ্র করে সংঘর্ষে দুই পাহারাদারকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
সোমবার (০২ নভেম্বর) দুলাইনবিলের জেলা প্রশাসন পক্ষের ইজারাদার আবদুল হক বাদী হয়ে ৯৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০/৫০ জনের নামে মামলা দায়ের করেন।



কোম্পানীগঞ্জ থানার ওসি-তদন্ত রুহুল আমিন বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, সোমবার সকালে মামলাটি (নং-০১(১১)’১৫) রেকর্ড করা হয়েছে।
তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।

এজাহারে উল্লেখ করা হয়- ‘ছোট দুলাইন সিংগাইর’ জলমহালটি সংস্কার ও উন্নয়নের স্বার্থে ২০১০ সালে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনে সিলেটের জেলা প্রশাসন থেকে ৬ বছর মেয়াদী ইজারা নেয় উপজেলার শিমুলতলা নোয়াগাঁও অগ্রগামী মৎস্যজীবী সমবায় সমিতি।

কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় স্থানীয় সন্ত্রাসীরা এ জলমহাল দখল করার পাঁয়তারা করে। এরই ধারাবহিকতায় শনিবার (৩১ অক্টোবর) বিকেলে স্থানীয় বিএনপি নেতা তোরাব আলী, কালা মিয়া, খসরু, তাজউদ্দিনসহ অন্যরা জলমহালের দখল নিতে এলোপাতাড়ি গুলি চালায়। তাদের গুলিতে শেখ ফরিদ ও আবদুল খালিক নামের জেলা প্রশাসন পক্ষের ইজারাদের দুই পাহারাদার নিহত হন। গুলিবিদ্ধ হন আরও ১২ জন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।