ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে অটোরিকশা চাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
সিরাজগঞ্জে অটোরিকশা চাপায় নিহত ১ ছবি : প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রামগাঁতী এলাকায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় আবদুল আলিম (৫০) নামে এক পৌর টোল আদায়কারীর মৃত্যু হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত আবদুল আলিম সিরাজগঞ্জের ধানবান্ধি এলাকার বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে ট্রাকের টোল আদায় করতেন।

নিহতের বড় ছেলে ফারুক আহম্মেদ বাংলানিউজকে বলেন, প্রতিদিনের মতো বাবা রামগাঁতী এলাকায় টোল আদায় করছিলেন। এ সময় একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম দুপুর পৌনে ২টার দিকে মোবাইল ফোনে বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার বিষয়টি এখনও কেউ থানায় অবহিত করেনি।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।