পটুয়াখালী: পটুয়াখালীতে বিদেশি পিস্তল, দেশীয় বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক আইনজীবীসহ চার জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এস এম তারিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, রাতে মাদারবুনিয়ার কারাতপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একটি ডাকাতদল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য আলম মীরাকে (৪৫) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে, পুলিশের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই শহরের কলাতলা এলাকা থেকে সফিকুল ইসলাম (৩৫) নামে আরেক ডাকাতকে আটক করা হয়।
ওসি আরো বলেন, আটক ওই দু’জনের স্বীকারোক্তি অনুযায়ী ভোরে শহরের মুসলিমপাড়া এলাকা থেকে পটুয়াখালী জজ কোর্টের আইনজীবী মাজহারুল ইসলাম রিংকুকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়। পরে, তার দেওয়া তথ্যে তার সহযোগী ফরিদ উদ্দিনকে (২৫) আটক করা হয়।
আটক চার জনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা, ডাকাতিসহ একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
এমজেড