ধামরাই (ঢাকা): সাভারের ধামরাই উপজেলায় শিলা আক্তার (২৮) নামে এক গার্মেন্টস কর্মীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন পাষণ্ড স্বামী রফিকুল। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে ধামরাইয়ের বানেশ্বর গ্রামে এঘটনা ঘটে।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
ওএইচ/বিএস