ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
বেগমগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রত্না রানী শীল (২২)  নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।


 
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলেজ রোড় এলাকার বাসা থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।  
 
নিহত গৃহবধূ রত্না উপজেলার চৌমুহনী বাজারের কলেজ রোড এলাকার কৃষ্ণ চন্দ্র শীলের স্ত্রী।  
 
নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, দুই বছর আগে কুমিল্লার মনোহরগঞ্জের লক্ষণপুর গ্রামের অমূল্য শীলের মেয়ে রত্নার সঙ্গে নোয়াখালীর চৌমুহনী বাজারের হোমিও চিকিৎসক কৃষ্ণ চন্দ্র শীলের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন করতেন কৃষ্ণ চন্দ্র।  
 
মঙ্গলবার ভোরে রত্নাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের খবর দেওয়া হয়। স্বজনরা এসে ঘরের মধ্যে রত্নার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।  
 
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বাংলানিউজকে বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  
 
ঘটনার পর থেকে অভিযুক্ত কৃষ্ণ চন্দ্র শীল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।