ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র হলেন আনিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র হলেন আনিস ছবি: মাঞ্জারুল ইসলাম / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আনিসুর রহমান বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টায় তাকে দাপ্তরিক এক পত্রের মাধ্যমে এ দায়িত্ব দেওয়া হয়।

আনিসুর রহমান বিশ্বাস কেসিসি’র মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য (মেয়র-১)।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে সোমবার (০২ নভেম্বর) কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ জানান, সিটি করপোরেশন আইন-২০০৯’র ১২ (২) উপধারা (১) অনুযায়ী, সাময়িক বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য (মেয়র-১) ও ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাসকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়ে যান। যা মঙ্গলবার দুপুরে একটি পত্রের মাধ্যমে তিনি আনিসুর রহমান বিশ্বাসকে অবহিত করেছেন। ইতিমধ্যেই তিনি (আনিসুর রহমান বিশ্বাস) মেয়রের দায়িত্বভার গ্রহণ করেছেন।

এর আগে সোমবার বিকেলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করা হয়।

বার্তায় উল্লেখ করা হয়, কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি’র নামে খুলনা সদর থানায় ২০১৩ সালের ২৬ নভেম্বর ফৌজদারি মামলা দায়ের হয়। যার নম্বর-১৯। চলতি বছরের ৩০ এপ্রিল ওই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। যার নম্বর-১০৪ ও ১০৪ (ক)।

২০১৪ সালের ৪ জানুয়ারি খুলনা সদর থানায় তার নামে অপর একটি ফৌজদারি মামলা দায়ের হয়। যার নম্বর-৫। চলতি বছরের ৩১ মে ওই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। যার নম্বর-১৫৯।

স্থানীয় সরকার আইন-২০০৯ (২০০৯’র ৬০ নং আইন) এর ধারা-১২’র উপধারা (১) অনুযায়ী সিটি করপোরেশন মেয়রের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহিত হলে তাকে সাময়িক বরখাস্তের বিধান রয়েছে।

ওই একই আইনের ১২’র উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির পক্ষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুর রউফ মিয়া ফ্যাক্স বার্তায় স্বাক্ষর করেন।

২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নগর বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি বিজয়ী হন। নানা নাটকীয়তার পর ওই বছরের ২৫ সেপ্টেম্বর তিনি মেয়রের দায়িত্ব গ্রহণ করেন।

সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও মেয়র মনিরুজ্জামান মনিসহ বিএনপি’র একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে উল্লিখিত দু’টি মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমআরএম/জেডএস

** কে পাচ্ছেন নগর ভবনের দায়িত্ব
** ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরলেন মনি
** ‘যারে দিয়া কাজ হয় না তারে রাইখা লাভ কি’
** খুলনা সিটির মেয়র মনিরুজ্জামান সাময়িক বরখাস্ত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।